ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হচ্ছে আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিং প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
শুরু হচ্ছে আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিং প্রদর্শনী

যুক্তরাষ্ট্রে ১৩ অক্টোবর থেকে দু’দিনব্যাপী আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিং প্রদর্শনী শুরু হচ্ছে। এ প্রদর্শনী আগামী ১৮ অক্টোবর শেষ হবে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত টাইমস স্কোয়ারে অবস্থিত ম্যারিয়ট মারক্যুইস হোটেলে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এ প্রদর্শনীতে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্র জানিয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় ক্ষতিগ্রস্ত পরিস্থিতিকে পরিবর্তন করার লক্ষেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সূত্র জানিয়েছে, এ প্রদর্শনীতে ৩০টিরও বেশি দেশের আইটি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, আইটি বিশেষজ্ঞ এবং আউটসোর্সিং ব্যবসায় আগ্রহী প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।

গত বছরের এ প্রদর্শনীতে ২৫টি দেশের কয়েক হাজার আইটি বিশেষজ্ঞ অংশগ্রহণ করে। এবারের প্রদর্শনীতেও এমন সাড়া পাওয়া যাবে বলে আয়োজক কমিটিরর প্রত্যাশা। এবারের আন্তর্জাতিক গ্লোবাল সোর্সিয়ের প্রদর্শনী প্রাঙ্গনের একই স্থানে ১৩ অক্টোবর ‘ইউএস বাংলাদেশ টেকনোলজি সামিট২০১০’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।