ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ১২টি নতুন ল্যাপটপ

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ২৩, ২০১২
দেশে ১২টি নতুন ল্যাপটপ

ঢাকায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন ঘরানার ল্যাপটপের ১২টি মডেল দেশের বাজারে অবমুক্ত করেছে তোশিবা। এ অনুষ্ঠানের আয়োজক স্মার্ট টেকনোলজিস বিডি।

‘এ রিফেলশন অব ইউ’ শীর্ষক এ অনুষ্ঠানে তোশিবার বিভিন্ন মডেলের ল্যাপটপে নিত্যনতুন প্রযুক্তি ও রঙয়ের ব্যবহারের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন তোশিবা সিঙ্গাপুরের প্রতিনিধি ম্যাক্স লি, হায়রুল বিন মোহাম্মাদ ইব্রাহিম ও ম্যারি লিম এবং দেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও তোশিবা ব্রান্ড ম্যানেজার এএসএম শওকত মিল্লাত।

এ অনুষ্ঠানে তোশিবার বিভিন্ন নতুন মডেলের ল্যাপটপের তথ্যচিত্র তুলে ধরা হয়। এতে তোশিবার মোট ৫টি সিরিজের ১২টি নতুন মডেল অবমুক্ত করা হয়। এর মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গ্লাসহীন থ্রিডি ল্যাপটপ, এম এবং এল সিরিজের বিভিন্ন রঙের ল্যাপটপ।

বাংলাদেশ সময় ১৪০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।