ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিসিএস সিটিতে নতুন কমিটি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ২৪, ২০১২
বিসিএস সিটিতে নতুন কমিটি

ঢাকার আগারগাঁওস্থ কম্পিউটার সিটিতে নির্বাহী কমিটি পরিচালনায় দুবছর পর পর নতুন কমিটি দায়িত্ব নেয়। এবারও সদস্যদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে সভাপতি পদে মজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

গত নির্বাচনেও তিনি এ পদে জয়ী হন।

কিন্তু পরিবর্তন এসেছে সাধারণ সম্পাদক পদে। এবারে এ পদে জয়ী হয়েছেন এএসএম আবদুল মুক্তাদির। তিনিও এ পদে দ্বিতীয়বার নির্বাচিত হলেন।  

এবারের নির্বাচিত কমিটির সদস্যরা হলেন সহসভাপতি মো. মাজহারুল ইমাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক আল মামুন খান, নির্বাহী সদস্য জাহিদুল আলম, রফিকুল আলম, নাজমুল আলম ভূইয়া, জিয়াউল হাসান ছিদ্দিক এবং আকতার হোসাইন খান।

এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এএনএম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মনজুরুল হক, প্রচার প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক রফিকুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক একেএম আতিকুর রশীদ। নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন আক্তারুজ্জামান।

বাংলাদেশ সময় ২১০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।