ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইয়ামির কিনল মাইক্রোসফট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২৬, ২০১২
ইয়ামির কিনল মাইক্রোসফট

মাইক্রোসফট একেবারে ফুরিয়ে যায়নি। আর তার প্রমাণ দিতে ১২০ কোটি ডলারের বিনিময়ে ব্যবসানির্ভর সামাজিক সাইট ইয়ামির কিনে নিয়েছে মাইক্রোসফট।

এরই মধ্যে বিনিময় চুক্তিও সই হয়েছে।

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট অফিসে এ চুক্তি সই হয়। ব্যবসার সম্প্রসারণে সামাজিক নেটওয়ার্ক হিসেবে ইয়ামির পেশাজীবীদের কাছে দারুণ জনপ্রিয়।

এ ক্রয় সম্পর্কে মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিব বলমার বলেন, ব্যবসা উন্নয়নে মাইক্রোসফট তাদের সৃষ্টির শুরু থেকেই কাজ করছে। রাতারাতি বিশ্বের ব্যবসায়িক চেহারা বদলে দিয়েছিল মাইক্রোসফট। এরপর থেকে কাগুজে অফিস ক্রমেই ডিজিটাল হয়ে উঠতে শুরু করে।

সামাজিক ব্যবসা মডেলকে আরও নেটওয়ার্ক সমৃদ্ধ করতে মাইক্রোসফট ইয়ামির কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করে। ভবিষ্যতের ক্লাউড সেবায় নিজেকে এগিয়ে রাখতেই ইয়ামির কিনল মাইক্রোসফট।

২০০৮ সালে সানফ্রান্সিসকোতে ইয়ামির প্রতিষ্ঠা পায়। এটি নিবন্ধিত পেশাজীবীদের মধ্যে টুইটারের মতো বার্তা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। আর এটি মোটেও ‘পাবলিক’ তথ্য নয়। অর্থাৎ একজন নিবন্ধিত সদস্য চাইলেই অন্যের তথ্য পড়তে পারবেন না। এতে অনুমতির বিষয়টি সুনিশ্চিত করতে হবে।

ভবিষ্যতের ক্লাউড বিশ্বে মাইক্রোসফট নিজের অবস্থান সুদৃঢ় করতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে। এরই আভাস দিতে ইয়ামির কিনল মাইক্রোসফট। আর অচিরেই এর উন্নয়নে কাজও শুরু হচ্ছে। এমনটাই জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বলমার।

বাংলাদেশ সময় ২০৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।