ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট বাড়ছে মোবাইল ফোনে

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুন ২৭, ২০১২
ইন্টারনেট বাড়ছে মোবাইল ফোনে

বিশ্বব্যাপী বাড়ছে মোবাইল ফোনভিত্তিক ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। আর এ অগ্রগতিতে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্রের অধিবাসীরা।

গবেষণা সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে প্রতি ছয়জন আমেরিকানদের মধ্যে একজন এবং শতকরা হিসাবে ১৭ জন ভোক্তা মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজিং করে।

বহনে সহজ, যত্রতত্র ব্যবহার সুবিধা এবং ভ্রমণে ইন্টারনেট ব্যবহারে মোবাইল ফোনই সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। গবেষণামাধ্যম পিউ ইন্টারনেট সূত্র এ তথ্য জানিয়েছে।

এ গবেষণাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং প্রকল্পভিত্তিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে। গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের শতকরা ৮৮ ভাগ ভোক্তা মোবাইল ফোন ব্যবহার করে। এর মধ্যে ৫৫ ভাগই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন।

বাংলাদেশ সময় ২২২২ ঘণ্টা, জুন ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।