ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাবিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
জাবিতে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেমিনার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শনিবার তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্ভাবনার নতুন দুয়ার-আউটসোর্সিং: প্রতারণা থেকে সাবধান! শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।



প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষ সাধনে বিশ্বজ্ঞান ভাণ্ডারের সীমানা একাকার হয়ে গেছে। তরুণ প্রজন্মকে এই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করে অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশগুলোর পর্যায়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মকেই পালন করতে হবে। ’

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সম্প্রসারণ এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াু হয়েছে। শিগগিরই ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে। ’

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আইটি সোসাইটির সহযোগিতায় ও তথ্য প্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) আয়োজিত এ সেমিনারে মাহবুব জামানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন পলাশ লস্কর।

পলাশ লস্কর তার প্রবন্ধে আউটসোর্সিং কাজে জড়িত হয়ে আয় করার পাশাপাশি এক্ষেত্রে প্রতারণা থেকে সাবধান হওয়ারও পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।