ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বেসিস কার্যনির্বাহী কমিটি গঠিত

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
বেসিস কার্যনির্বাহী কমিটি গঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আগামী ২০১২-১৪ মেয়াদের জন্য নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৪ জুলাই বুধবার বিভিন্ন পদে নির্বাচন হয়।



এতে ৩৬০ ডিগ্রি প্যানেলের নেতৃত্বে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম ফাহিম মাশরুর। এ প্যানেলের অন্য সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন শামীম আহসান, সৈয়দ আলমাস কবীর সহ-সভাপতি, রাসেল টি আহমেদ মহাসচিব, এম রশীদুল হাসান যুগ্ম মহাসচিব, নাভিদ-উল-হক পরিচালক, শাহ ইমরুল কায়েস পরিচালক, এবিএম রিয়াজুদ্দিন মোশারফ পরিচালক এবং উত্তম কুমার পাল কোষাধ্যক্ষ পদের দায়িত্ব নিয়েছেন।

গত ২ জুলাই দুবছর মেয়াদে বেসিস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪১৪ জন ভোটারের মধ্যে ৩০৮ জন ভোট দেন। ভোটে সাধারণ সদস্য শ্রেণীভুক্ত পদে ৮ জন এবং সহযোগী সদস্য শ্রেণীভুক্ত পদে ১ জনসহ মোট ৯ জন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময় ১৮৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।