ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডুয়্যাল সিমযুক্ত মোবাইল ফোন আনছে লেমন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
ডুয়্যাল সিমযুক্ত মোবাইল ফোন আনছে লেমন

নতুন এবং ভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়ে লেমন আনছে ডুয়্যাল সিমযুক্ত মোবাইল ফোন। এখন পর্যন্ত লেমনের আসা মোবাইল ফোনের মধ্যে এ ফোনটি অন্যতম।

তৃতীয় প্রজন্মের উপযোগী নতুন টাচস্ক্রিন মোবাইল ফোন আইটি৭১৭ মডেল অবমুক্তের পরই, লেমনের মোবাইল ফোনের তালিকায় যুক্ত হচ্ছে ভিন্ন ধরনের ডুয়্যাল কোর ৫২৫ মডেল।

লেমন ঘোষিত নতুন এ মোবাইল ফোনের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে হ্যান্ডসেটটি জিএসএম সমর্থিত। মূল পর্দা ২.৪ ইঞ্চি বিশিষ্ট। নতুন আসা এ ফোনে বিদ্যুৎ সরাবরাহে আছে ১৫০০ এমএএইচ ব্যাটারি। টকটাইম ৪ ঘণ্টা। আরও থাকছে ৩৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ টাইম।

আছে ৩ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোন। সংযোগ সুবিধায় আছে ব্লুটুথ, জিপিআরএস/ডব্লিউএপি, এমএমএস এবং ইউএসবি। পুনরায় ইনস্টলের ঝামেলা ছাড়াই ডুয়্যাল কোর ৫২৫ মডেলে থাকছে অপেরা মিনি ব্রাউজার।

তথ্য ধারণে আছে ৮০ মেগাবাইট আভ্যন্তরীণ মেমোরি। যা ৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়াতে সক্ষম। শব্দ পরিবেশনে আছে দুটি স্পিকার। এ মুহূর্তে লাল, গাড়ো নীল ও কালো তিনটি রঙে এ ফোন পাওয়া যাচ্ছে। মাল্টিমিডিয়া সংরক্ষণে পাওয়া যাবে ২ গিগাবাইট মেমোরি কার্ড।

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।