ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুবিধাবঞ্চিতদের জন্য মোবাইল ব্যাংকিং

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২

বাংলাদেশে ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধা নিশ্চিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং সেমিকন প্রাইভেটের মধ্যে চুক্তি সই হয়।

ইউসিবিএলের জ্যেষ্ঠ নির্বাহী সহ-সভাপতি ও আইটি বিভাগের প্রধান মোহাম্মদ এইচ কাফি এবং সেমিকন প্রাইভেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাহফুজুল প্রতিষ্ঠানের হয়ে চুক্তি সই করেন।

এ অনুষ্ঠানে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ও এম শহিদুল ইসলাম, সেমিকন প্রাইভেটের চেয়ারম্যান রবিউল ইসলাম, পরিচালক নিয়াজ মোহাম্মদ বিন হাসান ছাড়াও দু প্রতিষ্ঠানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সময় ১০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।