ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হাজীগঞ্জে আউটসোসিং কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও ক্রিয়েটিভ আইটি লিমিটেডের উদ্যোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল কলেজে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এইচএসসি ও অনার্সে অধ্যয়নরত প্রায় এক হাজার শিার্থীর অংশগ্রহণে এ কর্মশালায় অনলাইনে আয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কলেজের প্রিন্সিপাল ড. আলমগীর কবির পাটোয়ারি কর্মশালার উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন। কর্মশালা পরিচালনা করেন ক্রিয়েটিভ আইটির ইকরাম ও ডেভসটিমের তাহের চৌধুরী সুমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহেদী হাসান।

ফ্রিল্যান্সিং আউটসোসিং নিয়ে উপজেলা পর্যায়ে এটা ছিল বেশ বড় একটা আয়োজন। ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন জানালেন, আইটিতে দ জনশক্তি গড়ে তুলতে তারা বদ্ধ পরিকর।

আর প্রান্তিক পর্যায়ে দেশের শিতি যুব সমাজকে অনলাইনে বৈধপথে আয় করার যোগ্যতা তৈরি ও সচেতনতা বাড়াতে ঢাকার ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ১২১১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।