ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ৪ ঘণ্টা ইন্টারনেট থাকছে না

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
দেশে ৪ ঘণ্টা ইন্টারনেট থাকছে না

১৮ জুলাই বুধবার ৪ ঘণ্টা ইন্টারনেট সংযোগ থাকবে না বাংলাদেশে। রাত ১টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত সাবমেরিন কেবল মেরামতের কারণে এ গণসেবা সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিটিসিএল আইআইজি সেবা সূত্র এ তথ্য জানিয়েছে।

এ সময়ে অন্য কোনো বিকল্প মাধ্যমে ইন্টারনেট সংযোগ বহাল থাকবে কি না তা এ বার্তায় সুনির্দিষ্ট করে জানানো হয়নি। সাবমেরিন কেবল ১.১ সিগমেন্টে মানোন্নয়নের কাজে এ সেবা সাময়িক ব্যাহত হবে। তবে অচিরেই সেবা পুনর্বহাল হবে। এমনটাই জানিয়েছে বিটিসিএল সূত্র।

ইন্টারনেট সেবাদাতা সংগঠনের ইসপাবের সহ-সভাপতি সুমন বাংলানিউজকে বলেন, নিয়মিত সাবরেমিন কেবল মেরামতের জন্যই এ সেবা সাময়িক ব্যাহত হবে। এভাবে নিয়ম করেই কেবলের মানোন্নয়ন করতে হয়। এর পেছনে অন্য কোনো কারণ নেই।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।