ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আগাম অর্ডারে আইফোন ৫!

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
আগাম অর্ডারে আইফোন ৫!

ষষ্ঠ প্রজন্মের স্মার্টফোন এখন আইফোন ৫। নামকরণের পর থেকেই পণ্যটির প্রকাশ, গঠন ছাড়াও অন্য সব বৈশিষ্ট্য নিয়ে বহু গুঞ্জনই আছে।

বাস্তবে আইফোন ৫ কবে নাগাদ বাজারে অ‍াসবে তা সুস্পষ্ট নয়।

তাই অ্যাপলের ভক্তরা আশা নিয়েই বসে আছেন। এরপরও বিভিন্ন প্রতিবেদন, ব্লগে নিত্যনতুন খবর বের হলেই তাদের আশায় নতুন আলো ছড়ায়।

এ মুহূর্তে আলোচিত পণ্যটি নিয়ে আবারও কিছু প্রতিবেদন সামনে এসেছে। এটা অনেকেই গুজবের চোখেই দেখছে। এরই মধ্যে পণ্যটি নির্মাণ কক্ষে আছে। এবারের শরতেই সম্পূর্ণ নতুনরুপের আইফোন ৫ প্রকাশ পাচ্ছে। নতুন প্রতিবেদন এ তথ্য পাওয়‍া গেছে।

শুধু তাই নয়, পরবর্তী প্রজন্মের অ্যাপল পণ্যের আগাম অর্ডার নিয়ে প্রযুক্তি বিশ্বকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে চীনের ই-কমার্স মাধ্যম। এশিয়ার এ সপ্তাহের অন্য সব প্রতিবেদনেও একই কথা বলা হয়। অর্থাৎ এর উৎপাদন এবং প্রকাশ প্রসঙ্গে।

জাপানের টেকব্লগ ম্যাকোটাকারা এর প্রতিবেদনে বলা হয়, পণ্যটি সম্পর্কে অতীতের ধারণাগুলো বাস্তব হচ্ছে। চীনা সূত্র জানিয়েছে, নতুন আইফোন চীনের মাটিতে প্রবেশ করতে যাচ্ছে। এর কারণ নির্মাণের তালিকায় চীন অন্তর্ভূক্ত আছে। এ ছাড়া পণ্যটির পরিকল্পনায় অসাধারণ পরিবর্তন আনা হয়েছে। ফলে নতুন বৈশিষ্ট্য পাচ্ছে আইফোন ৫।

ম্যাকোটাকারা ব্লগের সূত্র বলছে, গত মে মাসে ফাঁস হওয়া নতুন আইফোনের আদিরুপের ছবি অনুযায়ী পেছনের অংশ ধারণা করা হয়। কিন্তু উৎপাদনে যাওয়া পণ্যটির চেহারা সম্পূর্ণ ভিন্ন। এ ছাড়াও চীনের আলিবাবা ডটকম সূত্র জানিয়েছে, আইফোন ৫ এর কেসিং তৈরির তালিকায় তাদের নাম আছে।

এদিকে অ্যাপল সূত্র জানিয়েছে, উৎপাদন মডেলের গ্লাসের ওপর থেকে নিচের ধার পর্যন্ত উপভোগ্য হবে। এ ছাড়াও আছে উন্মুক্ত অ্যালুমিনিয়ামের পাত বা অংশ। প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ, কেসিং পরিকল্পনার পুরাংশে দুটি কঠিন মেটাল আছে।

আইফোন ৪ এবং ৪এস দুটিরই সম্মুখ ও পেছনে অনমনীয় গোরিলা গ্লাসের আচ্ছাদন ছিল। এ মুহুর্তে অ্যাপল সংশ্লিষ্টদের ধারণা এবং আশাবাদ ষষ্ঠ প্রজন্মের পণ্যের আচ্ছাদনে কিছুটা অনমনীয় ধাতুর মিশ্রণ থাকবে। ধারণা করা হচ্ছে, আইফোন ৫ এর মূল পর্দা হবে ৪ ইঞ্চি রেটিনা প্রযুক্তির।

বাংলাদেশ সময় ১৪০০ ঘন্টা, জুলাই ১৯, ২০১২
সম্পাদনা; সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।