ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহী-রংপুরে এমএসআই মিট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
রাজশাহী-রংপুরে এমএসআই মিট

নতুন প্রজন্মের মাদরবোর্ড ও গ্রাফিকস কার্ডের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে বিভাগীয় শহর রংপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত হলো এমএসআই পার্টনার মিট।

এরই মধ্যে রংপুর এবং রাজশাহীতে অনুষ্ঠিত সেমিনারে দ্বিতীয় তৃতীয় প্রজন্মের ইন্টেল প্রসেসর সমর্থিত এমএসআই ব্রান্ডের এইচ৬১ সিরিজের মাদারবোর্ড সম্পর্কে আলোকপাত করেন কম্পিউটার সোর্সের পণ্য ব্যাবস্থাপক (এমএসআই) মিজানুর রহমান পলাশ।



রংপুর সেমিনারে কম্পিউটার সোর্সের রংপুর শাখা ব্যাবস্থাপক হুসনে জাকির বিন শহীদ সুমন এবং রাজশাহীতে শাখা ব্যাবস্থাপক এনএম অতনু বক্তব্য রাখেন।

অর্ধ শতাধিক ব্যবসায় প্রতিনিধিদের উপস্থিতিতে প্রযুক্তি জ্ঞানের দুটি সেমিনারেই প্রকাশ পেয়েছে এমএসআই ব্রান্ডের কারিগরি নিপুণতা সংশ্লিষ্ট সাধরণ ক্রেতাদের কৌতুহলী প্রশ্নের জবাব। বিক্রয় প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে অনানুষ্ঠানিক এ প্রশিক্ষণ কর্মশালাটি ক্রেতাদের কাছে স্বচ্ছ বার্তা পৌছে দিতে পারবে বলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২১৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।