ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে নতুন সিরিজের নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
দেশে নতুন সিরিজের নোটবুক

দেশের বাজারে এসেছে অ্যাসারের আস্পায়ার ভিথ্রি সিরিজ নোটবুক। তিনটি ভিন্ন আঙ্গিকে ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আইথ্রি প্রসেসর এবং ইন্টেল কোরআই ফাইভ প্রসেসরে আসা এসব নোটবুকে আছে ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম ও ৫০০ এবং ৭৫০ জিবি সাটা হার্ডডিস্ক।



এ মডেলগুলোর বৈশিষ্টোর মধ্যে আছে ১৫.৬ ইঞ্চি এলইডি এইচডি স্ক্রিন, ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, কার্ড রিডার, এইচডি ওয়েবক্যাম ছাড়াও আরও অনেক কিছু।

এবারের ঈদে আনন্দকে সার্থক করতে অ্যাসারের প্রতিটি নোটবুকের সঙ্গে আছে ৫০০ টাকার উপহার ভাউচার। এ নোটবুকগুলো পাওয়া যাচ্ছে শুধু এক্সিকিউটিভ এবং অনুমোদিত রিসেলারদের কাছে। এ মুহূর্তে সিরিজ ভেদে দাম ৪৬ হাজার ৮০০, ৫১ হাজার ৮০০ এবং ৫৮ হাজার ৮০০ টাকা। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও অরিজিনাল অ্যাসার ক্যারিং ব্যাগ। হ্যালো: ০১৯১৯ ২২২ ২২২।

বাংলাদেশ সময় ২১২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।