ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হচ্ছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রদর্শনী

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০
শুরু হচ্ছে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড প্রদর্শনী

আগামী ৩০ অক্টোবর থেকে ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড২০১০’ শীর্ষক তথ্যপ্রযুক্তি প্রদর্শনী। এবারের ভেন্যু শের-ই-বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।

আয়োজক বাংলাদেশে কমপিউটার সমিতি।

আয়োজক সূত্র জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক মানের প্রদর্শনী হবে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক পণ্য সম্ভার উপস্থাপন করবে।

উল্লেখ্য, চার দিনব্যাপী এ প্রদর্শনী ঘিরে এরই মধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে। ২০ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটে ঢাকার সোনারগাঁও রোডে অবস্থিত বাংলাদেশ কমপিউটার সমিতির প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।