ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাবমেরিন কেবল মেরামত

তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১২
তিন ঘণ্টা ইন্টারনেট বন্ধ

ঢাকা: সাবমেরিন কেবল মেরামতের জন্য বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত তিন ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কেবল মেরামতের কারণে রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।

গ্রাহকেরা যাতে ভোগান্তির শিকার না হন সেজন্য গভীর রাতকেই মেরামতের সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়া আমাদের কাছে কোনো বিকল্পও ছিল না।

তিনি বলেন, “আশা করছি এ বেঁধে দেওয়ার সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। ”

মনোয়ার হোসেন বলেন, “বাংলাদেশে একটি মাত্র সাবমেরিন কেবল থাকায় কোনো কারণে এতে বিঘ্ন কিংবা ত্রুটি দেখা দিলে সারাদেশের মানুষ ভোগান্তিতে পড়ে। সরকার দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে। দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের জন্য শিগগিরই সরকার দরপত্র আহবান করবে। ”

১৬টি দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোরের সঙ্গে বাংলাদেশ একটি মাত্র সাবমেরিন কেবল দিয়ে যুক্ত।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।