ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদ অফারে লাইফবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
ঈদ অফারে লাইফবুক

ঈদ উপলক্ষে ফুজিৎসু লাইফবুক ‘এলএইচ ৫৩১’ মডেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। ইন্টেল সেকেন্ড জেনারেশনের ডুয়্যাল কোর লাইফবুকের দাম এখন ৩৯ হাজার ১০০ টাকা।

এ মডেলের বৈশিষ্ট্য ২.২ গিগাহার্টজ গতির ইন্টেল প্রসেসরের, এইচডি গ্রাফিকস, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি ডিডিআর থ্রি র‌্যাম। আরও আছে ডুয়্যাল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, গিগাবিট ল্যান কাডর্, এইচডিএমআই এবং কার্ড রিডার ছাড়াও সব ধরনের মোবিলিটি সুবিধা।

এ ছাড়াও বাড়তি সুবিধায় আছে পানিরোধক কিবোর্ড এবং ৪টি ইউএসবি পোর্ট। এ ল্যাপটপটি বন্ধ অবস্থাতেও চার্জ দেওয়া সম্ভব। ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লের লাইফবুকটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা সর্বোচ্চ সাড়ে চার ঘণ্টা।

সঙ্গে থাকছে পুরো এক বছরের বিক্রয়োত্তর সেবা। উপহারে আছে ফুজিৎসু ক্যারিকেস ব্যাগ। আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ পণ্যটি পাওয়া যাচ্ছে। এটি পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী বলেই বিক্রেতারা তথ্য দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।