ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গণবিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক

ইমতিয়াজ আহমেদ খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২
গণবিশ্ববিদ্যালয়ে ওপেন সোর্স নেটওয়ার্ক

মুক্ত দর্শন নিয়ে সেমিনারের মাধ্যমে যাত্রা শুরু করল গণবিশ্বাবিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্ক (গবিওএসএন)। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান এ সেমিনারের মূল বক্তা ছিলেন ।

এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মেসবাহ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ড লায়লা পারভিন বানু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুস সাত্তার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং শিক্ষার্থীরা।

ইমতিয়াজ আহমেদ খানকে সভাপতি ও আছিব চৌধুরীকে সাধারন সম্পাদক করে গণবিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

বাংলাদেশ সময় ০৪১৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।