ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ বছরই বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী ২০০ কোটি ছাড়িয়ে যাবে!

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
এ বছরই বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী ২০০ কোটি ছাড়িয়ে যাবে!

বিশ্বজুড়ে প্রতিদিনই হু হু করে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এই হারে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলে এ বছরের শেষভাগে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ইন্টারনেট ব্যবহারের আওতায় চলে আসবে।

অর্থাৎ এ বছর শেষে বিশ্বের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হবে প্রায় ২০০ কোটি। জাতিসংঘের পরিসংখ্যান সূত্র এ তথ্য জানিয়েছে।

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সূত্র জানিয়েছে, গত পাঁচ বছরে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী দ্বিগুণ বেড়ে ২০০ কোটিতে পৌঁছাবে। এরই মধ্যে এ বছরে আরও ২২ কোটি ৬০ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী যুক্ত হয়েছে।

তবে ক্রমান্বয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল বিশ্বে এ সংখ্যা তেমন বাড়ছে না। সূত্র জানিয়েছে, এ বছরে পশ্চিমা দেশগুলোতে মোট প্রত্যাশিত ইন্টারনেট ব্যবহারকারীর শতকরা ৭১ ভাগ বাড়বে। সে তুলনায় উন্নয়নশীল দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়বে শতকরা ২১ ভাগ।

আইটিইউ সূত্র জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে যাওয়ার মূলে আছে মোবাইল সংযোগের সংখ্যা। কারণ এ মুহূর্তে বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন।

সূত্র জানিয়েছে, ২০১০ সালের মধ্যে বিশ্বের মোট মোবাইল গ্রাহকের সম্ভাব্য সংখ্যা হবে ৫৩০ কোটি। যার পুরো ৩৮০ কোটিই বাড়বে উন্নয়নশীল দেশে।

বাংলাদেশ স্থানীয় সময় ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।