ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার বিচিত্রায় আইসিটি কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২

কর্মক্ষেত্রে নিজেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কমপিউটার বিচিত্রায় শুরু হয়েছে বিনামূল্যে বাস্তবিক কর্মশালা। এটি মাসিক কম্পিউটার বিচিত্রার আইটি বিষয়ক একটি শিক্ষাবৃত্তি প্রকল্প।



এ উদ্যোগ সম্পর্কে কম্পিউটার বিচিত্রার নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন বাংলানিউজকে বলেন, এটি একটি পেশাভিত্তিক দীর্ঘমেয়াদী কর্মশালা। এ কর্মশালায় অংশগ্রহণকারীদের আর্থিকভাবেও সহায়তা করা হয়। সফলভাবে এ কর্মশালা সম্পন্ন করে অনেকেই তথ্যপ্রযুক্তি পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।

এ আয়োজনে থাকছে কম্পোজ, ডেস্কটপ পাবলিশিং, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের কারিগরি কৌশল। আগ্রহী ব্যক্তি এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

অনুসন্ধানে: বাড়ি-৯, ব্লক- বি, এভিনিউ-১, মিরপুর -১০। আগ্রহীরা (cbeditor.bd@gmail.com) এ ঠিকানায় ইমেইলে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।