ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে অল ইন ওয়ান পিসি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
ঈদে অল ইন ওয়ান পিসি

আসুস ব্র্যান্ডের ‘ইটি১৬১১পিইউটি’ মডেলের টাচস্ক্রিন ফাংশনের অলইন ওয়ান পিসি এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।

স্পর্শক পর্দা থাকায় পিসির সবগুলো ফাংশন বা অ্যাপগুলো আঙ্গুলের ছোঁয়ায় নিয়ন্ত্রণ করা যায়।

এ পিসির সবগুলো কম্পোনেন্টই টাচস্ক্রিন এলইডি প্যানেলটির সঙ্গে বিল্টইন। আকর্ষণীয় এ পিসিতে আছে ১.৮ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ জিবি ডিডিআর-৩ র‌্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক।

এ ছাড়াও বিনোদন সংযোগে আছে অনবোর্ড গ্রাফিকস, বিল্টইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, ৪টি (২.০) ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, কম পোর্ট, ইউএসবি মাউস এবং কিবোর্ড।

এতে মার্কারি মুক্ত এলইডি প্যানেল এবং বিদ্যুৎসাশ্রয়ী অ্যাটম প্রসেসর থাকায় পিসিটি পরিবেশবান্ধব বলে বিপণন সূত্র জানিয়েছে। আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটির ঈদ উৎসবে পণ্যটি কেনা যাবে। এ মুহূর্তে দাম ৩৪ হাজার টাকা।

বাংলাদেশ সময় ২১৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।