ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টুইটার রেকর্ডে বোল্টের দৌড়

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
টুইটার রেকর্ডে বোল্টের দৌড়

দ্য গেটেস্ট শো অন আর্থ খ্যাত লন্ডন অলিম্পিক আসরের পর্দা নেমেছে। কিন্তু রেশ এখনও কাটেনি।

জমকালো সমাপ্তির মধ্য দিয়ে এবারের আসরের সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন জ্যামাইকার স্প্রিন্ট কিং উসাইন বোল্ট। সঙ্গে ঝড় তুলেছেন সামাজিক মাধ্যমেও।

সামাজিক গণমাধ্যমগুলো বোল্টকে নিয়ে সরব হয়ে ওঠে। এমনকি অন্যরকম রেকর্ডও গড়েছেন উসাইন বোল্ট। ২০০ মিটারের একক দৌঁড়ে সোনা জয়ের মধ্য দিয়ে বোল্ট নিজেকে অলিম্পিক আসরের শীর্ষ আলোচনায় নিয়ে আসেন।

সামাজিক খবরমাধ্যম টুইটারে প্রতিঘণ্টায় ৮০ হাজার টুইটের রেকর্ড গড়েছেন উসাইন বোল্ট। এ দৌড়ের দৃশ্য অবলোকন করেছেন বিশ্বের শতকোটি ক্রিড়াপ্রেমী। তবে সরাসরি নয়, ইউটিউব, ফেসবুক আর টুইটারের মাধ্যমে একবারের অন্য এক উচ্চতায় নিয়ে যান বোল্ট।

এ ছাড়াও বোল্টের ১০০ মিটারের দৌড়টিও দ্বিতীয় সর্বোচ্চ টুইট রেকর্ড সৃষ্টি করে। এবারের অলিম্পিককে ‘সোশ্যাল মিডিয়া গেমস’ বলে অভিহিত করেছেন বিশ্লেষকেরা।

লন্ডন ২০১২ সালের অলিম্পিক আসরের একটানা ১৬ দিনে ১৫ কোটি টুইট বিনিময় হয়েছে। ব্লগ নিবন্ধনে এমন তথ্যই দিয়েছে টুইটার সূত্র।

এ ছাড়াও সামাজিক গণমাধ্যম টুইটারের বদৌলতে এ যাবৎকালের সবচেয়ে আলোচিত ক্রিড়াবিদ হিসেবে এখন উসাইন বোল্টের নামটাই আগে আসে। এবারের অলিম্পিকে একদিকে উসাইন বোল্টের দাপুটে দৌড় আর সামাজিক গণমাধ্যমের অপ্রতিরোধ্য বিনিময়ের কাছে সব আয়োজনই ফিকে হয়ে গেছে।

তাই উসাইন বোল্টে ক্ষিপ্র গতির সঙ্গে জুড়ে গেছে সামাজিক গণমাধ্যমের অবিচ্ছেদ্য সংযোগ। দুয়ে মিলে সত্যিই ভিন্ন এক রেকর্ডই গড়েছে। প্রথম সোশ্যাল অলিম্পিক বলে কথা। এমন রেকর্ডের অপেক্ষাতেই ছিলেন সামাজিক গণমাধ্যমপ্রেমীরা।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।