ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপল চমকে নতুন অতিথি ম্যাকবুক এয়ার ল্যাপটপ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
অ্যাপল চমকে নতুন অতিথি ম্যাকবুক এয়ার ল্যাপটপ

অ্যাপল তার চমকপ্রদ পণ্য উদ্ভাবনের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছে। বাণিজ্যিক সাফল্যও ঈর্ষণীয়।

সে সাফল্যেয় আইফোন ও আইপ্যাড যুগিয়েছে সময়ের চাহিদার খোরাক। এ অর্থে অ্যাপল বিশ্ববাজারে তার আধিপত্য বহাল রেখেছে।

অ্যাপল সাফল্যেয় সবশেষ সংযোজন ‘ম্যাকবুক এয়ার ল্যাপটপ’। ভিন্নধর্মী ‘ব্যাক টু দি ম্যাক’ স্লোগানে অ্যাপলের কোপারটিনো প্রধান অফিসে ম্যাকবুকের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন অ্যাপল। উন্মোচিত নতুন পণ্যটি অনেকটা আইপ্যাড আদলের। উল্লেখ্য, এ ল্যাপটপে কোনো হার্ডডিস্ক নেই। শুধু ফ্যাশ মেমোরির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। অ্যাপল প্রধান স্টিভস জবস জানান, এটা এমন এক পণ্য যা আগে কখনই তৈরি করা হয়নি।

জবসের ভাষ্যমতে, এ ম্যাকবুক ল্যাপটপ ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যেই তৈরি। এছাড়া সব নোটবুক ভবিষ্যতে এ রকমই হয়ে যাবে। এটা তৈরিতে কিছু বিষয়ে উৎসাহিত হয়ে আইওএস এর কাজ সম্পন্ন করেছি। অ্যাপল এর লক্ষ্য ব্যবহারকারীদের ‘ব্যাক টু ম্যাকে‘ দৃষ্টি ফিরিয়ে আনা। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, নতুন এ ল্যাপটপ এ শিল্পনির্ভর নির্মাতাদের জন্য উদাহরণ হয়ে উঠবে।

উল্লেখ্য, নতুন এ ল্যাপটপ অপেক্ষাকৃত ছোট, ০.১১ ইঞ্চি চিকন গড়নের ও ওজনে হালকা। আর এ ল্যাপটপ চলবে ম্যাক অপারেটিং সিস্টেমে।

ম্যাকের কারিগরি সূত্র জানিয়েছে, ১৩.৩ ইঞ্চি পর্দাবিশিষ্ট সংস্করণের কমপিউটার ফিচারের মধ্যে এটি ৫০ ভাগ বেশি ক্ষমতাসম্পন্ন। এ ল্যাপটপ ৮ ঘণ্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে। এছাড়াও বাজারের সব মডেল থেকেও ওজনে ১.৩ কেজি কম এবং বুটস হবে অবিশ্বাস্যভাবে। এ মুহূর্তে এ ল্যাপটপের দাম ৯৯৯ ডলার।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।