ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাপানে উন্মোচিত হতে যাচ্ছে ক্লাসমেট পিসি

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০১০
জাপানে উন্মোচিত হতে যাচ্ছে ক্লাসমেট পিসি

সম্প্রতি জাপানে ক্লাসমেট পিসি উন্মোচনের ঘোষণা দিয়েছে তোশিবা। যা ইন্টেল উদ্ভাবিত কাসমেট পিসির ভিন্ন সংস্করণ।

শিক্ষামূলক এ ল্যাপটপের নাম সিএমওয়ান। এ মূহুর্তে ল্যাপটপের কারিগরি উন্নয়ন সম্পন্ন হয়েছে বলে সূত্রে জানা যায়।

কারিগরি দিক থেকে ল্যাপটপটি বেশ আধুনিক। ল্যাপটপে ইন্টেলের এন৪৫০ সংস্করণের অ্যাটম প্রসেসর ব্যবহার করা হয়। স্পর্শককেন্দ্রিক পর্দাটি ১০.১ ইঞ্চি। আর অপারেটিং সিস্টেমে আছে উইন্ডোজ সেভেন। ল্যাপটপটি চতুর্থ প্রজন্মের ক্লাসমেট পিসির অবয়বে তৈরি করা হয়েছে বলে নির্মাতা সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ল্যাপটপটি গত মার্চে জার্মানীতে অনুষ্ঠিত সিবিট ইলেক্ট্রনিক শো (সিইএস) এ প্রথমবার প্রদর্শিত হয়। তোশিবা এখন সামান্য কিছু কারিগরি পরিবর্তন করে সেই ল্যাপটপকেই বাজারে প্রকাশ করতে যাচ্ছে। তবে এখনও ল্যাপটপের মূল্য নির্ধারণ করা হয়নি। আগামী আগষ্ট মাস থেকে ল্যাপটপটির বাণিজ্যিক বিপণন শুরু হবে। জাপান ছাড়া অন্য কোনো দেশে ল্যাপটপটি বিপণন করা হবে না বলে এ মুহুর্তে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৫০ ঘণ্টা, জুলাই ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।