ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সুপারফোন এনেছে মাইক্রোম্যাক্স

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
সুপারফোন এনেছে মাইক্রোম্যাক্স

অ্যানড্রইড(৪.০) সংস্করণের সুপারফোন এনেছে মাইক্রোম্যাক্স। সর্বাধুনিক অপারেটিং সিস্টেমভিত্তিক ‘সুপারফোন পিক্সেল এ৯০’ মডেলের এ ফোনটি অবন্মুক্ত হয়েছে।

কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতার কারণে এটা ব্যবহারকারীদের হাতের নাগালের বাহিরে আছে। কেননা এটা এখনও বাজার পর্যন্ত এসে পৌঁছেনি। তবে অনলাইনে মাইক্রোম্যাক্স ভক্তরা এ মডেলের জন্য অর্ডার দিতে পারছেন।

আত্মপ্রকাশের পর পণ্যটি শুধু নির্মাতাপ্রতিষ্ঠানের অফিসিয়াল অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। যদিও তাদের ওয়ের স্টোর সুবিধা মন্দ নয়। কিন্তু অনলাইন ডেলিভারিতে কোনো নগদ অফারে নেই। তাই আগ্রহীরা যদি লেনদেনে সহজ সুবিধা পেতেন তবে স্ন্যাপডিল ডটকমই একমাত্র মাধ্যম। এখনও অন্য সব জনপ্রিয় ই-কমার্স মাধ্যমগুলোতে পণ্যটি লেনদেনের ব্যবস্থা নেই।

এ ফোনের পর্দার আকার ৪.৩ ইঞ্চি। এতে ৪৮০ বাই ৮০০ পিক্সেলের অ্যামোলেড প্রযুক্তির টাচস্ক্রিন যুক্ত আছে। তাই কালারের বিষয়টা নিঃসন্দেহেই মনের মতো। কেননা অ্যামোলেড প্রযুক্তির কালার ধারণের ক্ষমতা সাধারণত ১৬ মিলিয়ন হয়ে থাকে।

অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ৮ এমপি ক্যামেরা, ১ গিগাহার্টজ সিপিইউ, ৫১২ এমবি র‌্যাম, ৩২ জিবি মাইক্রোএসডি স্লট ছাড়াও প্রয়োজনীয় সব সুবিধা। এর ১৬০০ এমএএইচ ব্যাটারি কথোপকোথনে ৫ ঘণ্টা পর্যন্ত নিশ্চয়তা দিতে সক্ষম। আকর্ষণীয় এ পণ্যটির ভারতয়ি মূল্য ১৩ হাজার রুপি।

বাংলাদেশ সময় ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।