ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী মাল্টিটাস্ক প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
সাশ্রয়ী মাল্টিটাস্ক প্রিন্টার

এইচপি ব্রান্ডের ‘২৫১৫’ মডেলের অল ইন ওয়ান প্রিন্টার এখন দেশে পাওয়া যাচ্ছে। স্মার্ট টেকনোলজিস বিডি সূত্র এ তথ্য জানিয়েছে।



এইচপি ডেস্কজেট ইঙ্ক এডভান্টেজ যুক্ত এ প্রিন্টারে আছে ১.১ ইঞ্চি মনো ডিসপ্লে, ৬০০ ডিপিআই (সাদাকালো), সহজ সেটআপ এবং বর্ডারলেস প্রিন্টিং সুবিধা।

এ প্রিন্টারটি দিয়ে প্রতি মিনিটে ৮ পৃষ্ঠা সাদাকালো এবং ৫ পৃষ্ঠা রঙিন ডকুমেন্ট প্রিন্ট করা যায়। এতে ব্রশিউর, ইঙ্কজেট, প্লেইন, ফটোপেপার, এনভেলপ, লেবেল এবং গ্রিটিং কার্ড সহজেই প্রিন্ট করা সম্ভব।

এ ছাড়াও প্রিন্টারটি দিয়ে স্ক্যান এবং কপি করা যায়। এর বাড়তি সুবিধা হলো এটি ব্যবহারে সাশ্রয়ী। একটি কার্টিজ দিয়ে ৪৮০টি সাদাকালো পৃষ্ঠা এবং ১৫০টি রঙ্গিন পৃষ্ঠা প্রিন্ট করা সম্ভব। এ মুহূর্তে প্রিন্টারটির দাম ৬ হাজার ৮০০ টাকা। হ্যালো: ০১৭৩০৩১৭৭০৯।

বাংলাদেশ সময় ১৭১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।