ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০০ ডলারে শিশুদের লিপপ্যাড

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
১০০ ডলারে শিশুদের লিপপ্যাড

শিশুদের শিক্ষাব্যবস্থায় পরবর্তী প্রজন্মের লিপফ্রগস উদ্ভাবিত লিপপ্যাডের নাম আবারও আলোচনায় এসেছে।

এবারে অবশ্য শুধু আলোচনায় নয়, এ শিক্ষাভিত্তিক পণ্য নিয়ে সরাসরি হাজির হচ্ছে লিপফ্রগস।

এরই মধ্যে শিশুবান্ধব এ শিক্ষা পণ্যটি আবারও আলোচনার শীর্ষে উঠে এসেছে।

লিপপ্যাড(২) এর জন্য ইন্টারনেট ব্রাউজারও তৈরি করা হয়েছে। অনলাইন বিকিকিনি সাইট টার্গেট, বাই, কেমার্ট, অ্যামাজনের মতো সাইটে এ পণ্যটি বিক্রির জন্য বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

১০০ ডলার মূল্যের এ বিশেষ ধরনের লিপপ্যাড শিশুতোষ শিক্ষাব্যবস্থায় দারুণ আবহ তৈরি করবে। আর এটি কোনো ব্যয়বহুল শিক্ষাপণ্যও হবে না। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি এ পণ্যটি শিশুশিক্ষায় নতুন সম্ভাবনা তৈরি করবে। এমনটাই বলছেন শিশু বিশেষজ্ঞেরা।

এটি শিশুশিক্ষায় প্রতিদিনের একটি সহজে বহনযোগ্য শিক্ষ‍াপ্যাড হয়ে উঠবে। এদিকে একই ধরনের ২০০ ডলারের নেক্সাস(৭) বাজার উপস্থিত আছে। তবে দাম আর সহজবোধ্য শিক্ষা উপকরণ হিসেবে লিপপ্যাড(২) দারুণ সাড়া ফেলবে বলে এরই মধ্যে বিশ্লেষকেরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।