ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ট্যাবলেট নয়, এসেছে ফ্যাবলেট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
ট্যাবলেট নয়, এসেছে ফ্যাবলেট

অ্যাপলের দায়ের করা আইনি মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে হেরেছে স্যামসাং। তবে এত সহজেই কি আর লড়াই শেষ হয়।

হারানো গৌরব ফিরে পেতে স্যামাসাং এখন আরও তৎপর। গ্যালাক্সি নোট সিরিজের নব ধারার ট্যাবলেটের বিকল্প ‘ফ্যাবলেট’ দিয়ে আবারও বিশ্ববাজারে সাড়া জাগানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্যামসাং। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে স্যামসাং স্মার্টফোন এবং ট্যাবলেট ডিজাইনের যৌথ অবয়ব সমন্বয়ে ফ্যাবলেট মডেলের ডিজাইন করেছে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার এ বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা বার্লিনে অনুষ্ঠিত ইউরোপের সর্ববৃহৎ ইলেকট্রনিক প্রদর্শনীতে ফ্যাবলেটের নতুন চেহারা উপস্থাপন করেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আদালত গত সপ্তাহে অ্যাপলের ডিজাইন নকল করায় স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানা করেছে। এ ছাড়াও অ্যাপল যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের ৮টি স্মার্টফোনের বিক্রিতে নিষেধাজ্ঞায় সরাসরি ভূমিকা রেখেছে। ফলে বিশ্বের স্মার্টফোন ব্যবসায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা।

দ্বিতীয় প্রজন্মের জন্য নির্মিত গ্যালাক্সি নোটের আসন্ন সংস্করণ ফ্যাবলেট। এটি গ্যালাক্সি এস সিরিজ বিক্রির খতিয়ানকে ছাড়িয়ে যাবে বলে স্যামসাং দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে। আর যুক্তরাষ্ট্রে স্যামসাং পণ্য বিক্রির নিষেধাজ্ঞার তালিকায় ফ্যাবলেটের নাম নেই।

এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটির গবেষক লি সান তাই জানান, পণ্যের অবয়ব উদ্ভাবনে এখন শৈল্পিক পরিবর্তন এসেছে। দ্রুতই সব কিছু পরিবর্তন হচ্ছে। এতে স্যামাসাংয়ের নোট(২) নতুন ধারারই সূচনা করবে। সঙ্গে স্যামসাংয়ের হারানো গৌরবও ফিরিয়ে আনার সামর্থ্য রাখে এ ফ্যাবলেট।

যুক্তরাষ্ট্রে পেটেন্ট মামলায় পরাজিত স্যামসাং এ পণ্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে নৈরাশ্যবাদী মনোভাব থেকে ঘুরে দাঁড়ানোর শুভ ইঙ্গিতের জানান দিচ্ছে। বর্তমান অ্যাপল-স্যামসাং সম্পর্কে আমলে নিয়ে এমন কথাই বলছেন বাজারের প্রযুক্তিপণ্য বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।