ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেকনোবিডিতে ফ্রিল্যান্সিং কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
টেকনোবিডিতে ফ্রিল্যান্সিং কর্মশালা

আগামী ৭ সেপ্টেম্বর ফ্রিল্যান্সিং এবং ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী এসইও বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালার আয়োজক টেকনোবিডি।



এ কর্মশালায় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এবং এসইও কি? কিভাবে শুরু করবেন? কোথায় এর ওপর কাজ পাওয়া যায়, কিভাবে কাজ শুরু করতে হয় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হবে। এ কর্মশালা পরিচালনা করবেন টেকনোবিডির চিফ টেকনিক্যাল অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ।

অন্যদিকে এসইও কর্মশালাটি পরিচালনা করবেন ফ্রিল্যান্সিং পুরস্কার বিজয়ী আল-আমিন চৌধুরী। এতে ৫ জন তথ্যপ্রযুক্তি সাংবাদিককে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ ছাড়াও টেকনোবিডিতে আগামী ২ সেপ্টেম্বর থেকে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিকস ডিজাইন এবং আইফোন আ্যপলিকেশন ডেভেলপমেন্ট বিষয়ে ১০ দিনের প্রশিক্ষণ শুরু হচ্ছে। আগ্রহীরা (http://technobdtraining.com) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। হ্যালো: ০১৭৫০০০০৩২৮।

বাংলাদেশ সময় ২১৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।