ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২
মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম

সঙ্গীত ভক্তদের জন্য দেশে এসেছে এফঅ্যান্ডডি ব্র্যান্ডের নতুন ‘এফ৩০০০ইউ’ মডেলের মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেম।

এ স্পিকারটির রিমোট নিয়ন্ত্রিত।

মোট স্পিকারের সংখ্যা ৫.১। এতে আছে প্ল্যাগ অ্যান্ড প্লে সিস্টেম, ইউএসবি এবং কার্ড রিডার। এটি বিদ্যুৎ সাশ্রয়ী। কাঠের তৈরি কেবিনেট এ স্পিকারকে প্রকৃতিবান্ধব অবয়ব। এমন তথ্যই দিয়েছে বিপণনকারী কমভ্যালি সূত্র।

আছে একটি সাবউফার (২৮-১১৫ হার্টজ), চারটি স্যাটেলাইটের সঙ্গে একটি সেন্টার স্যাটেলাইট (১৯০-২০,০০০ হার্টজ)। এটিতে মিউজিক ছাড়লে ঘরের চারিদিকে ছড়িয়ে যাবে ডলবি সারাউন্ড সাউন্ড। এ মুুহূর্তে দাম ৬ হাজার ৮০০ টাকা। হ্যালো: ০১৮১৭ ২৯৯০৭০।

বাংলাদেশ সময় ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।