ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মতিঝিলে স্মার্টের করপোরেট শাখা

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
মতিঝিলে স্মার্টের করপোরেট শাখা

দেশের অন্যতম আইটি পণ্য বিপণন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডির মতিঝিল করপোরেট শাখার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম।



এ প্রসঙ্গে তিনি বলেন, মতিঝিল এলাকায় দেশের অসংখ্য প্রতিষ্ঠানের করপোরেট অফিস হওয়ায় অনেকেই আমাদের গ্রাহক। এসব প্রতিষ্ঠানগুলোকে তথ্যপ্রযুক্তির সেবা আরও সহজ করার উদ্দেশ্যেই এ শাখার পরিকল্পনা করা হয়েছে।

মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিভিন্ন করপোরেট গ্রাহকরা এখন থেকে আরও দ্রুততম সময়ে স্মার্টের সেবা গ্রহণ করতে পারবেন। এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জাফর আহমেদ ছাড়াও উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন মতিঝিল শাখার ঠিকানা: গ্লোব চেম্বার (দ্বিতীয় তলা) ১০৪, মতিঝিল বা/এ, ঢাকা।

বাংলাদেশ সময় ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।