ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এলজির অপটিমাস জি স্মার্টফোন

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
এলজির অপটিমাস জি স্মার্টফোন

অপটিমাস জি নামের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা এলজি। এটি অ্যানড্রইড ৪.০ সংস্করণে পরিচালিত হবে।

বিশ্বের প্রথম কোয়াড কোরযুক্ত স্মার্টফোন এটি। এতে বিল্টইন আছে ৪জি এলটিই প্রযুক্তি।

এর বৈশিষ্ট্য ৪.৭ ইঞ্চি পর্দার (আইসিএস) পণ্যটি ব্যবহারে পরিপূর্ণ স্মার্টফোনের আনন্দ পাওয়া যাবে। মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরা ১.৩ মেগাপিক্সেলের। এলজি ঘোষণার সময় বলেছিল বিশ্বজুড়ে উন্মুক্তের লক্ষ্যে সেপ্টেম্বরে প্রথম জাপানে উন্মুক্ত হবে অপটিমাস জি।

পণ্যটি প্রসঙ্গে বলা হয়, বিশ্বের দ্রুততম পণ্য অ্যানড্রইড প্রতিদ্বন্দীতা করতে সক্ষম। এ বিষয়ে নিবীড়ভাবে পর্যবেক্ষণ করে নতুন পণ্যটিতে অ্যানড্রইড ব্যবহার করা হয়েছে। জাপানের টেলিকম অপারেটর ‘এনটিটি ডকোমো’ বাজারজাতের দায়িত্ব পেয়েছে। গ্লোবাল সংস্করণ সম্পর্কে বলা হয়, পরের মাসে কোরিয়ায় মোড়ক উন্মোচন করা হবে। এখনও মূল্য নির্ধারণের ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর কোয়াড কোর ১.৫ গিগাহার্টজ কেরেইট সিপিইউকে স্ন্যাপড্রাগন এস৪ প্রো চিপসেটে শক্তিশালী করা হয়েছে। তথ্য মতে, অ্যানড্রইড ৪.০ (আইসক্রিম স্যান্ডউইচ) ভিত্তিক পণ্যটি এলজির পরবর্তী সরবরাহযোগ্য পণ্য হবে।

এটি টুজি, থ্রিজি এবং ৪জি এলটিই (কমপ্লেইন্ট) উপযুক্ত। ৪.৭ ইঞ্চি পর্দায় ব্যবহার হয়েছে ডব্লিউএক্সজিএ ট্রু এইচডি আইপিএস। এখানে ৭৬৮ বাই ১২৮০ পিক্সেল ডাইমেনশন আছে। অন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই (২.০) ইউএসবি, অ্যাসিস্টেড জিপিএস, এমএইচএল, ডিএলএনএ, এনএফসি, মেমোরি সংরক্ষণ ক্ষমতা ৩২ জিবি।

তবে এতে মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। পণ্যটির দৈঘ্য ৫.২ ইঞ্চি ২.৭ ইঞ্চি চওড়া ০.৩ ইঞ্চি পুরুত্ব। ওজন ১৪৫ গ্রাম। এর দীর্ঘস্থায়ী ব্যাটারি ২১০০ এমএএইচ। ফলে ৮০০ সাইকেল লাইফস্প্যান, বাজারে থাকা ব্যাটারিগুলোতে আছে ৫০০ সাইকেল।

এ স্মার্টফোনের বিশেষত্ব নতুনভাবে জি২ টাচ হাইব্রিড ডিসপ্লের গুণগতমান বৃদ্ধি করা হয়েছে। এলজি আরও বলছে, পণ্যটির ডিসপ্লে অপেক্ষাকৃত পাতলা। এটি যেকোনো ক্ষতিকর প্রভাব প্রতিরোধ্য। এ পণ্যের ‘ইউআই’তে আরও আছে নতুন ফিচার ডুয়্যাল স্ক্রিন, ডুয়্যাল ডিসপ্লে। ফলে ফোনের পর্দা কিংবা টিভি আউটপুটের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট উপভোগ করা যাবে। একইভাবে ব্যবহারকারী টিভিতে ভিডিও দেখতে পারবে। এ সময় ফোনের ইমেজ দ্রুত একে একে পাল্টানো যাবে।

এর ক্যামেরা অ্যাপলিকেশনে দুটি নতুন কৌশল রাখা হয়েছে। ‘টাইম ক্যাচ শর্ট’ সিস্টেম দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আগেই শার্টার বাটন প্রেস করে অবজেক্ট ডিসপ্লে করে কম সময়ে ছবি তোল‍া যায়। ‘চিস শার্টার’ বাটনের ভয়েস কন্ট্রোলে ব্যবহার হয়। এ ছাড়া বিভিন্ন ধরনের ভয়েস কমান্ডের মাধ্যমেও ছবি ধারণ করা সম্ভব।

বাংলাদেশ সময় ১১৪৬ ঘন্টা, সেপ্টেম্বর ৩, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।