ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোন ৫ নিয়ে হইচই, ভিডিও প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১২
আইফোন ৫ নিয়ে হইচই, ভিডিও প্রকাশ

ঢাকা: আইফোন ৫ নিয়ে হইচই শুরু হয়েছে। আর আইফোনের নতুন কোন মডেল মানেই হইচই আর জল্পনা কল্পনা।

এরই মধ্যে আইফোন-৫ এর ওপর একটি ভিডিও ডকুমেন্ট ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে।

ধারণা করা হচ্ছে, অ্যাপল নিয়ে প্রিঅর্ডারে বাজার মাতাতে আসছে এই আইফোন-৫। তবে আগামী ১২ সেপ্টেম্বরে আইফোন-৫ নিয়ে ঘোষণা আসতে পারে। ভিন্নধর্মী প্রিঅর্ডারে এই ফোন আসতে পারে। এবারে আইফোন-৫ নিয়ে অনেক বিদেশী অনলাইন সংবাদমাধ্যমগুলোপ অ্যাপল ভক্তদের নতুন ভাবনায় ডুবিয়েছে।

স্মার্টফোনটির সম্ভাব্য নকশা ও ফিচার নিয়ে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নানা তথ্য। এসব ফিচারসংবলিত ‘আইফোন ৫’-এর সাদৃশ্যের স্মার্টফোনে এখন চীনের বাজার সয়লাব। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতেও দেখা মিলেছে সম্ভাব্য ‘আইফোন ৫’ ।

তবে স্মার্টফোনটির নির্মাতাপ্রতিষ্ঠান-সংক্রান্ত কোনো তথ্য অবশ্য এখানে প্রকাশ করা হয়নি। অনেক প্রযুক্তিবিশ্লেষকেরা একে ‘নকল’ আইফোন বলেই অভিহিত করেছেন।

ভক্তরা অধীর অপেক্ষায়। এ অপেক্ষা আইফোন-৫ নিয়ে। এরই মধ্যে অনেকবার আসি বলেও ধরা দেয়নি আইফোন-৫। তবে আসছে সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষার ইতি হচ্ছে। এমন তথ্যই দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ১২ সেপ্টেম্বর আইফোন ৫ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার।

চীনের বাজারে এ ধরনের নকল আইফোন বিক্রি হচ্ছে মাত্র আট ডলারে।

ইউটিউব আইফোন ৫-এর ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে নকল আইফোন ৫-এর তথ্য বর্ণনা করা হয়েছে। আইফোনপ্রেমীরা এই ভিডিওটি নিয়ে বেশ আলোচনা করছেন।



বাংলাদেশ সময় ২৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১২
এমআইআর/এমএমকে; সম্পাদনা: জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।