ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিপিআইটিতে আমাদের আলাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
জিপিআইটিতে আমাদের আলাপ

চাকরি ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে জিপিআইটি বসুন্ধরার কার্যালয়ে ‘আমাদের আলাপ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। জিপিআইটির সহযোগী হিসেবে বিএসএইচআরএম অনুষ্ঠানে অংশগ্রহণ করে।



এ সেমিনারের মূল উদ্দেশ্য ছিল চাকুরিতে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে উৎসাহিত করা এবং অন্য প্রতিষ্ঠানকে নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সচেতন করা।

জিপিআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা রায়হান সামসি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন। এ ছাড়াও বিএসএইচআরএময়ের সভাপতি মোশাররফ হোসেন উন্নয়নমূলক খাতে মেয়েদের সমঅধিকার নিয়ে কথা বলেন। এ অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন জিপিআইটির প্রধান মানব সম্পদ কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন রহমান।

বাংলাদেশ সময় ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।