ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ইন্টারঅ্যাকটিভ বোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
দেশে ইন্টারঅ্যাকটিভ বোর্ড

বিখ্যাত ব্র্যান্ড হিটাচির এফএক্স ট্রিও ৭৭ স্টার বোর্ড নামে একটি নতুন পণ্য দেশে এসেছে। এ পণ্যের বিপণন করছে ইউনিক বিজনেস সিস্টেম।



বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ডগুলোর মধ্যে অন্যতম প্রযুক্তিসম্পন্ন এ পণ্যেয় আছে একই সঙ্গে তিনজন লেখার সুযোগ। এ বোর্ড ব্যবহারকারী আঙ্গুল বা ডিজিটাল কলম উভয়ই ব্যবহার করতে পারবেন।

ইনফ্রারেড ইমেজ সেন্সর প্রযুক্তি সমৃদ্ধ এ বোর্ডে খুব সহজেই আঙ্গুলের স্পর্শে প্রয়োজনীয় মুভমেন্ট করা সম্ভব। এতে আছে ৭৭ ইঞ্চি ডিসপ্লের ৪.৩ রেশিও এবং প্রতি সেকেণ্ডে ১০০ পয়েন্ট ট্র্যাকিং স্পিড।

ব্যবহারকারীরা আঙ্গুলের স্পর্শ ছাড়াও হাতের বিভিন্ন মুভমেন্টে এটি কাজ করে। এর বাইরের অংশ ইলেকট্রনিক শক হতে সম্পূর্ণ বিপদমুক্ত। এতে আছে ১৬টি ফাংশন বাটন এবং প্রয়োজনীয় সফটওয়্যার। ওজন ২৮ কেজি। হ্যালো: ০১৭৫৫ ৫৭৯৭৭৬।

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।