ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্মার্ট টেকনোলজি ও সেভ দ্য চিলড্রেন চুক্তি সই

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২

স্মার্ট টেকনোলজিস বিডি এবং সেভ দ্য চিলড্রেন করপোরেট চুক্তি সই করেছে।

ঢাকাস্থ বনানীর সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে আয়োজিত এ চুক্তি সই অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের হেড অব করপোরেট সেলস এসকে হাসান ফাহিম এবং সেভ দ্য চিলড্রেনের প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক কামরুজ্জামান চুক্তি সই করেন।



এ সময় আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডির উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং সেভ দ্য চিলড্রেনের আইসিটি ম্যানেজার ফেরদৌস আলম ছাড়াও দু প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। চুক্তি অনুসারে এখন থেকে প্রতিষ্ঠানটিকে ব্রান্ড পিসি সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস বিডি।

বাংলাদেশ সময় ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১২
সম্পাদনা: সাব্বি হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।