ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জাবিসাসের ওয়েবসাইটের কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১২
জাবিসাসের ওয়েবসাইটের কাজ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর ওয়েবসাইটের (www.jujabd.org) কাজ চলছে।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির সকল প্রাক্তন ও বতর্মান সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের এজন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর সাধারণ সম্পাদক ইমদাদ হক প্রেস বিঞ্জপ্তিতে জানিয়েছেন, ওয়েবসাইটে থাকবে জাবিসাসের প্রাক্তন ও বর্তমান সদস্যদের বতর্মান অবস্থানসহ সংক্ষিপ্ত বায়োগ্রাফী।

যারা উল্লেখ্যযোগ্য গবেষণা, প্রকাশনা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন তার উল্লেখসহ পাসপোট সাইজের ছবি, সিভি ও অতীত দিনের ফটোগ্রাফি  আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই ঠিকানায় মেইল (shuvro.juja@gmail.com)  পাঠানোর জন্য জাবিসাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ০৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭,  ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।