ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাজারে ডেল ইন্সপাইরনের নতুন ল্যাপটপ

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১২
বাজারে ডেল ইন্সপাইরনের নতুন ল্যাপটপ

প্রযুক্তিপণ্য আমদানীকারক প্রতিষ্ঠান ‘স্টার টেক ইঞ্জিনিয়ারিং’ বাজারে এনেছে ডেল ইন্সপাইরন সিরিজের নতুন ৫৫২০ মডেলের ল্যাপটপ। ১৫.৬ ইঞ্চি পর্দার এ পণ্যে পাওয়া যাবে মানসম্মত প্রদর্শন।

যাতে লাইট ইমিটিং ডায়োড(লেড)প্রযুক্তির ব্যবহার হয়েছে। এতে যুক্ত অন্যতম হার্ডওয়্যারগুলো-ইন্টেলের কোর আই৭-৩৬১২এম৬এম ক্যাশ (থার্ড জেনারেশন), ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র‌্যাম, ১ ট্যারাবাইট সাটা হার্ডডিস্ক, এএমডি রেডিয়ন এইচডি৭৬৭০এম ১ জিবি ডিডিআরথ্রি ডেডিকেটেড গ্রাফিক্স, ডিভিডি+রাইটার, ওয়েবক্যাম, গিগাবাইট ল্যান, ব্লুটুথ, ওয়াইফাই, কার্ড রিডার।

এছাড়া এর ৬ সেল ব্যাটারি ৩ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ করতে সক্ষম। ওয়্যারেন্টি ১ বছর। এই ল্যাপটপের সাথে থাকছে একটি ক্যারি কেস। পণ্যটি সংগ্রহে ঢাকার অ্যালিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টার এবং বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত ‘স্টার টেকের’ নিজস্ব শোরুমে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, ৭ সেপ্টেম্বর, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।