ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ওয়েব ডিজাইন প্রশিক্ষণ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২

অনলাইন মাধ্যমে আয়ে সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ ক্ষেত্র হলো ওয়েব ডিজাইন। ইন্টারনেটের অগ্রগতিতে মূলত বিশ্বের ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ও সামাজিক ক্ষেত্রে প্রায় সবাই অনলাইনে নিজেদের পরিধি বাড়ানোর চেষ্টা করছে।

সবাই চাচ্ছে, তার একটি নিজস্ব ভার্চুয়াল ঠিকানা।

এজন্য প্রয়োজন একটি ওয়েবসাইট। ফলে এ মাধ্যমে কাজের জন্য ওয়েব ডিজাইনের চাহিদা বাড়ছে। অনলাইন মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইনে কাজের পরিমাণ প্রতিনিয়তই বাড়ছে। যারা ওয়েব ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য ঢাকায় ওয়েব ডিজাইন প্রশিক্ষণের আয়োজন করেছে ডেভসটিম ইনস্টিটিউট।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে ওয়েব ডিজাইনের সব বিষয় হাতেকলমে শেখানো হবে। সফলভাবে এ প্রশিক্ষণ শেষে ডেভসটিম থেকেই ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা (www.devsteam.com) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন। হ্যালো: ০১৭১১-২৬৭৯১১।

বাংলাদেশ সময় ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।