ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লজিটেকে নিশ্চিত উপহার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
লজিটেকে নিশ্চিত উপহার

লজিটেক ব্রান্ডের তারহীর প্রযুক্তির প্রতিটি পণ্যের সঙ্গে নিশ্চিত উপহার ঘোষণা করা হয়েছে। এ অফারে লজিটেকের প্রতিটি তারহীন পণ্যের সঙ্গে ক্রেতারা একটি স্ক্র্যাচকার্ড পাবেন।



এরপর লজিটেক বাংলাদেশের ফেসবুক ফ্যানপেজের (www.facebook.com/LogitechBangladesh) সার্চ অ্যান্ড উইন ট্যাবে গিয়ে স্ক্রাচকার্ডেও গোপন নম্বর এবং কার্ডের সিরিয়াল নম্বর দিয়ে একটি ফরম পূরণ করতে হবে।

ফরম সাবমিট করলেই একটি বার্তার মাধ্যমে তিনি জানতে পারবেন গ্রাহকের পুরস্কার সম্পর্কে। সবশেষে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসেই বার্তায় প্রদর্শিত পুরস্কার পাবেন বিজয়ীরা।

মুঠোফোনে ৫০ টাকার ফ্রি টকটাইম ছাড়াও পুরস্কারে আছে লজিটেক এইচ১১০ মডেলের হেডফোন, জেড১১০ এবং জেড ৫০৬ মডেলের স্পিকার, সি১১০ মডেলের ওয়েবক্যাম এবং এফ৫০৬ মডেলের গেমপ্যাড। প্রসঙ্গত, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘লজিটেক গিফট অ্যাভাগাঞ্জা’ আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময় ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।