ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৫ হাজারে নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২

দেশের ল্যাপটপ বাজারে অ্যাসারের আস্পায়ার ‘ভি ফাইভ ৫৭১’ মডেলের নোটবুক এনেছে অ্যাসার। মূল পর্দা ১৫.৬ ইঞ্চি।



ইনটেল দ্বিতীয় প্রজন্মের কোরআই থ্রি প্রসেসর আসা এ সব নোটবুকে আছে ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম এবং ৫০০ জিবি সাটা হার্ড ড্রাইভ। এ মডেলের বৈশিষ্ট্য এলইডি এইচডি স্ক্রিন, ডিভিডি রাইটার, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০, কার্ড রিডার, এইচডি ওয়েবক্যাম সহ আরও অনেক কিছু।

সিলভার রঙের এ নোটবুকগুলো পাওয়া যাচ্ছে শুধু এক্সিকিউটিভ টেকনোলজিস এবং তাদের অনুমোদিত রিসেলারদের কাছে। এ মুহূর্তে দাম ৪৫ হাজার ৮০০ টাকা। সঙ্গে আছে এক বছরের বিক্রয়োত্তর সেবা এবং প্রকৃত অ্যাসার ক্যারিং ব্যাগ। হ্যালো: ০১৯১৯ ২২২ ২২২। আগ্রহীরা (www.etlbd.net) এ সাইটে তথ্য পাবেন।

বাংলাদেশ সময় ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।