ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশের অনলাইনেই ক্যাসপারস্কি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
দেশের অনলাইনেই ক্যাসপারস্কি

এখন থেকে বাংলাদেশে অ্যন্টিভাইরাস ও সিকিউরিটি সফটওয়্যার ‘ক্যাসপারস্কি’ অনলাইনে পাওয়া যাবে। এ ব্যাপারে বাংলাদেশ ও ভূটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস এবং সূর্যমুখী লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়।



ঢাকার অফিসএক্সট্র্যাক্টসের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজু চুক্তিতে সই করেন অফিসএক্সট্র্যাক্টসের নির্বাহী পরিচালক বীরেন অধিকারী এবং সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক।

এ চুক্তি অনুসারে এখন থেকে সূর্যমুখী লিমিটেডের অনলাইন লেনদেন (www.paypoint.com.bd) সাইটের মাধ্যমে যে কেউ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে মূল্য পরিশোধ করে ক্যাসপারস্কি সফটওয়্যার কিনতে পারবেন।

বাংলাদেশ সময় ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।