ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বগুড়ায় গ্লোবাল ব্র্যান্ড

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
বগুড়ায় গ্লোবাল ব্র্যান্ড

দেশজুড়ে তথ্যপ্রযুক্তির সেবা ভোক্তাদের হাতের নাগালে এনে দিতে দেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ব্র্যান্ড।

বগুড়ার নবাব বাড়ী রোডে অবস্থিত আলহাজ্ব শেখ শরিফ উদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলার এ শোরুমের উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার।



এ সময় গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাশ, আইডিবি শাখা ব্যবস্থাপক কামরুজ্জামান, সহকারী চ্যানেল সেলস ম্যানেজার হারুন অর রশিদ, বগুড়ার শাখা ব্যবস্থাপক আমিনুল বারী, বগুড়া কম্পিউটার সমিতির সভাপতি মাহমুদুর রহমান, ব্যবসায়ী এবং প্রযুক্তিবিদ ছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।