ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তোশিবা হার্ডডিস্ক বিপণনে স্মার্ট টেকনোলজিস

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
তোশিবা হার্ডডিস্ক বিপণনে স্মার্ট টেকনোলজিস

সুপরিচিত তোশিবা ব্রান্ডের ল্যাপটপের সঙ্গে দেশে হার্ডডিস্ক বিপণনের দায়িত্ব পেয়েছে স্মার্ট টেকনোলজিস বিডি। এ উদ্দেশ্যে তোশিবা সিঙ্গাপুর অফিসে তোশিবা কর্তৃপক্ষের সঙ্গে স্মার্ট টেকনোলজিস বিডির পক্ষে চুক্তি সই করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।



প্রসঙ্গত, চুক্তি অনুসারে বাংলাদেশের বাজারে একমাত্র পরিবেশক হিসেবে তোশিবা ব্রান্ডের সব ধরনের হার্ডডিস্ক পরিবেশন করবে স্মার্ট টেকনোলজিস বিডি।

হার্ডডিস্কের বিশ্ববাজারে তোশিবা একটি সুপরিচিত ব্র্যান্ড। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের বাজারেও এ হার্ডডিস্ক শক্তিশালী বাজার অবস্থান তৈরি করতে সক্ষম হবে। দেশের তোশিবা ব্র্যান্ড বিপণন সূত্র এমন কথা জানিয়েছে।

বাংলাদেশ সময় ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।