ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১ দিনে ১ কোটি আইফোন ৫ বিক্রি!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
১ দিনে ১ কোটি আইফোন ৫ বিক্রি!

বিশ্বের কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হলো আইফোন ৫। অবশেষে ভোক্তাদের হাতে পৌঁছে গেল আইফোন ৫।

২১ সেপ্টেম্বর শুক্রবার এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ভোক্তাতের হাতে একে একে পৌছতে থাকে অ্যাপলের জাদুপণ্য আইফোন ৫।  সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বের কয়েকটি অ্যাপল স্টোরের সামনে গত কদিন থেকেই ছিল অ্যাপল ভক্তদের দিনরাত্রির অপেক্ষা। কেউ আবার সাতদিন আগেই লাইনে দাঁড়িয়েছেন প্রথম আইফোন ৫ হাতে নিতে। এসব উন্মাদনা যেন অ্যাপলকে ঘিরেই সম্ভব।

এরই মধ্যে অর্থাৎ প্রথম দিনেই ১ কোটি আইফোন ৫ বিক্রি করেছে অ্যাপল। এমন তথ্য দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তবে এটি কোনো আনুষ্ঠানিক তথ্য নয়। অচিরেই অ্যাপল বিক্রি সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। তবে নিশ্চিতভাবেই আগের সব বিক্রির রেকর্ডকে ছাড়িয়ে গেছে আইফোন ৫। এটা প্রায় সুনিশ্চিত।

অ্যাপলের নিউ ইয়র্ক অ্যাপল স্টোর থেকে প্রথম দিকে পাওয়া আইফোন ৫ এর একজন ক্রেতা কিনেন থমসন। আইফোন ৫ হাতে পেয়ে জানালেন, ৮ দিন ধরে আইফোন ৫ এর অপেক্ষা করছি। এটা সত্যিই আনন্দের যে আমার এখন একটা আইফোন ৫ আছে।

বাংলাদেশ সময় ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।