ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ক্যানন পিক্সমা প্রিন্টার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
দেশে ক্যানন পিক্সমা প্রিন্টার

দেশে ক্যানন নিয়ে এসেছে পিক্সমা ‘আইএক্স ৬৫৬০’ মডেলের (এ৩+) কালার ইঙ্কজেট প্রিন্টার। সাশ্রয়ী এ প্রিন্টার অটোফিক্স প্রযুক্তির ফলে ছবির প্রিন্ট জীবন্ত মনে হয়।

সাধারণ প্রিন্ট ছাড়াও এ প্রিন্টারের মাধ্যমে (এ৩+) ক্যাটাগরির প্রিন্ট করা যায়।

এ ছাড়াও ৫টি আলাদা ইঙ্কট্যাঙ্ক (পিজিআই-৭২৫-ব্লাক), সিএলআই-৭২৬-সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক) থাকার ফলে যেকোনো প্রিন্ট হয় নিখুঁত এবং স্বচ্ছ। এ প্রিন্টারে ক্যানন সল্যুউশন মেন্যু ইএক্স সফটওয়্যার থাকার ফলে অ্যালবাম এবং ক্যালেন্ডার প্রিন্ট করা যায়।

এ ছাড়া ভিভিড অপশন থাকার ফলে প্রিন্টিং শব্দও হ্রাস পায়। অন্য সব বৈশিষ্ট্যে মধ্যে আছে ১১.৩ আইপিএম প্রিন্ট স্পিড, ৩৬ সেকেন্ডের কম সময়ে ৪ বাই ৬ বর্ডারলেস ফটোপ্রিন্ট, ৯৬০০ বাই ২৪০০ ডিপিআই রেজ্যুলেশন এবং ইউএসবি। এমন তথ্যই দিয়েছে বিপণন সূত্র।

ক্যানন পিক্সমা আইএক্স ৬৫৬০ কালার ইঙ্কজেট প্রিন্টারের দাম ২০ হাজার টাকা। এ প্রিন্টারটি পাওয়া যাচ্ছে জেএএন অ্যাসোসিয়েটসের সব ব্রাঞ্চ ও বিপণনকারীদের কাছে। হ্যালো: ০১৬১৪ ০০৬০০৭।

বাংলাদেশ সময় ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।