ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী প্যাকেজে এয়ারটেল

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সাশ্রয়ী প্যাকেজে এয়ারটেল

এয়ারটেল বাংলাদেশের গ্রাহকদের জন্য চালু করেছে নতুন সাশ্রয়ী এবং সহজ ট্যারিফ প্ল্যান। এর আওতায় এয়ারটেলের সব প্যাকেজে ১০ সেকেন্ড পালস এবং এক সেকেন্ড পালসের নতুন প্যাকেজ ‘হৈচৈ’ চালু করেছে।

এ সেবার মাধ্যমে গ্রাহক সর্বোচ্চ সুবিধা ভোগ করবে। যতক্ষণ কথা ঠিক ততটুকুই খরচ হবে এ প্যাকেজে।

এ নতুন অফার সম্পর্কে এয়ারটেল বাংলাদেশের সিইও এবং ব্যবস্থাপনার পরিচালক ক্রিস টবিট বলেন, গ্রাহকের সন্তুষ্টিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নতুন সাশ্রয়ী ট্যারিফ এবং পালস রেটের মাধ্যমে গ্রাহকেরা ৩০ থেকে ৪০ ভাগ বেশি সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন ট্যারিফ প্ল্যান এবং ১০ সেকেন্ড পালস অধিভুক্ত করার মাধ্যমে এয়ারটেল গ্রাহকদের জন্য সঠিক এবং সাশ্রয়ী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে।

নির্দিষ্ট একটি প্যাকেজ ব্যবহারের জন্য বাংলাদেশের এয়ারটেল গ্রাহকদের প্যাকজে কোড (হৈচৈ এর জন্য ঐ, গল্পের জন্য এ, আড্ডার জন্য অ, ফুর্তির জন্য ঋ এবং দলবলের জন্য উ) টাইপ করে (৭৩৫৩) নম্বরে এসএমএস করে পাঠাতে হবে।

বাংলাদেশ সময় ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।