ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ইউটিউব নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
‘ইউটিউব নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ নেই’

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেছেন, “যখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়েবসাইট থেকে মহানবী মহাম্মদ (সা.)-কে নিয়ে চলচ্চিত্রটি তুলে নেবে তখনই ইউটিউব চালু করা হবে। আজ সরিয়ে ফেললে আজই চালু করে দেব।

অন্যথায় ইউটিউবের লিংক পাওয়া নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ নেই। ”

রোববার বিটিআরসি কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি জানান, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু বিষয় ছিল। ফেসবুক কর্তৃপক্ষ বিটিআরসির অনুরোধে সেগুলো তুলে নেয়। কাজেই ফেসবুক বন্ধ করা হয়নি। অন্যথায় বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারতেন। বিটিআরসির এ ক্ষমতা আছে।

সারা বিশ্বে ইউটিউবে “ইনোসেন্স অব মুসলিম” চলচ্চিত্রটি দেখা যাচ্ছিল। সরকারের নির্দেশে বিটিআরসি প্রথমে ইউটিউব বরাবর চিঠি দিয়ে চলচ্চিত্রটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিল। এতে কাজ না হওয়ায় বিটিআরসি দেশে ইউটিউবের লিংক বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।