ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদে টেকনো বান্ডেল অফার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
ঈদে টেকনো বান্ডেল অফার

ঈদে বান্ডল অফার ঘোষণা করেছে ইউনিক বিজনেস সিস্টেমস। দেশের সব ধরনের প্রযুক্তি ভক্তদের বান্ডেল অফারে থাকছে হিটাচি ব্র্যান্ডের প্রজেক্টর ‘সিপিআরএক্স ৮২’ মডেলের সঙ্গে স্ক্রিন এবং এমএসআই নেটবুক ‘ইউ১৮০’।



প্রজেক্টরের কনট্রাস্ট রেসিও ৫০০:১, এর লুমেন্স ২,২০০। রেজুলেশন ১০২৪ বাই ৭৬৮ পিক্সেল। ল্যাম্প লাইফ ২ হাজার ঘণ্টা। ওজন ২.২ কেজি। সুদৃশ্য ডিজাইনের এ নেটবুকে আছে ইনটেল অ্যাটম এন ২৮০০ ডুয়্যাল কোরপ্রসেসর।

বান্ডেল প্যাকেজের নোটবুকে গতি ১.৮৬ গিগাহার্টজ, ২ জিবি ডিডিআর(৩) র‌্যাম, ৩২০ জিবি  হার্ডডিস্ক এবং ফ্রি ডস। হ্যালো: ০১৭৫৫ ৫৭৯৭৭৫।

বাংলাদেশ সময় ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।