ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রিটিশ কাউন্সিল ও এটুআই প্রকল্পের শিক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০
ব্রিটিশ কাউন্সিল ও এটুআই প্রকল্পের শিক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষর

২৭ অক্টোবর ব্রিটিশ কাউন্সিলের অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই) এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তির ফলে ব্রিটিশ কাউন্সিল এখন থেকে ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টারের (ইউআইএসসিএস) মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীদের ইংরেজি শেখার বিভিন্ন কলাকৌশল শেখাতে সহায়তা করবে।



প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আনির চৌধুরী এবং ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন ডেভিডসন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

আনির চৌধুরী জানান, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এ বন্ধনের ফলে দেশের সব ইউআইএসসিএস’র মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় শিক্ষা পৌঁছে দেওয়া সম্ভব। এছাড়া বর্তমান সরকারের ভিশন২০২১ লক্ষ্য বাস্তবায়ন এবং দেশের সব স্কুলে ভার্চুয়াল সেন্টার স্থাপন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।